
জন্মভূমি রিপোর্ট : সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবী ও জীবন নাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বটিয়াঘাটা জলমার মাথাভাঙ্গা এলাকার মনিরুল গাজী। গতকাল মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবে আযোজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন ক্ষুদ্র বালু ব্যবসায়ি যাহার লাইসেন্স নং- ১১৮৭/২৩-২৪, দীর্ঘদিন সুনামের সহিত ব্যবসা পরিচালনা করছি। আমি একটি জমি ভড়াট করিবার জন্য আমার নিজস্ব ট্রাক দ্বারা বালু পাঠালে হরিণটানার জিরেপয়েন্ট বনলতা আ/এ এর মাথায় অহেদুল্লাহ এর বাড়ির ভাড়াটিয়া মাসুম আহমেদ (৪০) সহ আরো অজ্ঞাত ৫-৬ জন ওই জায়গায় যায় এবং আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার নম্বর সংগ্রহ করে আমাকে বলে এই জাগায় কাজ করলে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দিতে হবে। না হলে আমাকে মেরে ফেলবে বলে আমাকে জীবন নাশের হুমকি দিয়েছে এবং মাসুম আহমেদ আরো বলে আমার ৭টি ট্রাক আছে আমি আমার ৭টি ট্রাকের ড্রাইভারকে বলে দিয়েছি তোকে দেখলেই ট্রাকের নিচে ফিসে ফেলবে। এসকল কথায় কল রেকডিং আমার কাছে আছে। উক্ত ঘটনার দরুন আমি লবনচরা থানাধীন একটি সাধারণ ডায়েরী করেছি যার জিডি নং- ১২৪১। তাছাড়া সরাষ্ট্র মন্ত্রনালয়, র্যাব-৬, খুলনা কে.এম.পিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন দাখিল করি। এখন পর্যন্ত আমি কোন প্রতিকার পাই নাই। পাশা পাশি আমার বালির সাইড বন্ধ থাকায় আমার প্রায় ২০ জনের অধিক শ্রমিক গন কর্মহীন হয়ে পড়েছে। তারাও খুবই মানবেতর জীবন যাপন করছে।
উক্ত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু মাসুম আহমেদ এর ভয়ে আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুকতেছি এবং আমি এখন ব্যবসা পরিচালনা করতে পারছি না। আমি আমার পরিবার ও আমার শ্রমিদের নিয়ে খুবই দুরাবস্থায় জীবন যাপন করছি।

