বিজ্ঞপ্তি : মানুষ হলো সমাজবদ্ধ জীব। ব্যক্তিমানুষের সব সার্থকতা সমাজকে কেন্দ্র করেই। সমাজে স্বীকৃতির ওপর নির্ভর করেই মানুষের সম্পূর্ণতা। কিন্তু মানুষ দল বেঁধে বাস করলেই তা সমাজ হয় না। প্রত্যেক মানুষ একে অপরের কল্যাণের কথা ভেবে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিয়ম ও শৃঙ্খলার অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে বাস করলে সেই জনগোষ্ঠীকে সমাজ বলে। এই সমাজকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া ব্যক্তিমানুষের অন্যতম দায়বদ্ধতা। এক সমাজে ধনী, গরিব, সহায়সম্বলহীন নানা রকম মানুষের বাস। শিক্ষিত, অশিক্ষিত সবাইকে নিয়েই সমাজ। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাডিয়ে দেওয়াই হলো সমাজসেবা। কিন্তু কেমন আছেন পাশের বাড়ির মানুষটি? এমন প্রশ্ন করার মতো সময়ও আমাদের নেই। ক্রমেই আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। এতে সমাজে নেতিবাচকপ্রভাব পড়ছে। তাই আমাদের চিন্তার পরিবর্তন জরুরি।
বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরীর রায়পাড়া ক্রস রোডস্থ সামাজিক সংগঠণ মুক্ত বাংলা সংস্থার কার্যালয়ে নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল। তিনি আরও বলেন, আগামী ১২জুন খুলনা সিটি কর্পোরেশনে নির্বাচন। এ নির্বাচনে ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জেড এ মাহমুদ ডনকে মনোনীত করা হয়েছে। উক্ত নির্বাচনে সকলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পরে তিনি ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডনের সৌজন্যে এলাকার অসহায় দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এরপর তিনি মুসলমান পাড়া রোডস্থ বাঁশতলা মোড়ে কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডনের নির্বাচনি অফিস উদ্বোধন করেন। সেখানে তাকে ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন হাওলাদারের নেতৃত্বে এলাকাবাসি শুভেচ্ছা জানায়।
কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হাফেজ শামীম, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সফিকুর রহমান পলাশ, শেখ শাহাজালাল হোসেন সুজন, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, আবু হানিফ, কাউন্সিলর গোলাম মাওলা সানু, মঈনুল ইসলাম নাসির, শিকদার আতাউর রহমান রাজু, ফেরদাউস হোসেন লাবু, এস এম ওয়ারিছুল হক পলাশ, মো: আলী হাসান বাবু, মো: জাকির হোসেন হাওলাদার, মো: কামরান হাচান মন্টু, শেখ সহিদ আলী, মো: আবুল কালাম আজাদ, মো: তালাত মাহামুদ সাগর, খন্দকার রেজাউল আমিন সাবু, মো: আব্দুল লতিফ সুইট, শেখ জাহিদুর রহমান জাহিদ, এম এ জলিল, মো: ইকরামুল মাওলা নাহিদ, মো: আবুল হাসান, মো: আব্দুল্লাহেল আজম, বনানী সুলতানা, শামীম আহমেদ, জিএম মাজাহারুল ইসলাম, মো: মোজাহার হোসেন মুজু, সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা ও এস এম আনোয়ার হোসেন, মোরশেদ আহমেদ রিপন, নিশার ইমাম বাপ্পী, শুভ, জামিল, বাবু, বাদল, মেহেদীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংস্থার সকল সদস্যবৃন্দ।