
পাইকগাছা অফিস : পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান বলেছেন, লতা ইউনিয়ন আমার বাড়ি, দেলুটি ইউনিয়ন আমার সূতিকাগার। এখানে আমার আন্দোলনের সাথীরা আছে, বঙ্গবন্ধুর সৈনিকেরা আছেন। এই অঞ্চল থেকে কোন ভোট বাইরে যাবে না। কয়রা-পাইকগাছা কে সমৃদ্ধ করতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিন। করোনা, ইউক্রেন ও ফিলিস্তিন- ইসরাইলের যুদ্ধসহ নানা বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রেখেছে। এই উন্নয়ন কে ব্যাহত করতে দেশী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী উঠেপড়ে লেগেছে। তারমধ্যেও আজ পদ্মাসেতু , মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সুফল পাচ্ছে দেশের মানুষ।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে উপকূলীয় এ জনপদকে সমৃদ্ধ পাইকগাছা কয়রা হিসেবে গড়ে তোলা হবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোত ধারায় নিয়ে আসা হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা হবে। বিভিন্ন ধরণের খেলাধূলার আয়োজন করা হবে। তিনি সোমবার বিকেলে নির্বাচনী এলাকা পাইকগাছার লতা কাঠামারী স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের জনসভার মধ্যমনি ছিলেন মো. রশীদুজ্জামান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু, সমিরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, আনান্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কাওছার আলী জোয়াদ্দার ও অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, আ. রাজ্জাক মলঙ্গী।
মঙ্গল চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বক্তৃতা করেন অ্যাড. শেখ আব্দুর রশিদ, অমলেন্দু তরফদার, প্রকাশ চন্দ্র টুকু, গোলক বিহারী মন্ডল, শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল মজুমদার, ময়নুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, দীপক মন্ডল স্থানীয় নেতৃবৃন্দ ।

