পাইকগাছা অফিস : পাইকগাছায় সম্পত্তির লোভে বোনকে পাগল সাজায়ে শিকল দিয়ে বেঁধে রেখে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ উঠেছে। বোন রাবেয়া বেগম (৭২) কে মুক্ত করতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন আরেক ছোট ভাই
মোক্তার গাজী। ঘটনা ঘটেছে, উপজেলার পৌর এলাকার সরল গ্রামের ৩ নং ওয়ার্ডে। সে
মৃত ছবেদ গাজীর কন্যা। তাকে তিন বেলা ঠিকমতো খাবার তো দেয়ই না। বরং তার আপন ছোট ভাই তার কাছ থেকে ৩ শতক জমি সু-কৌশলে লিখে নিয়েছে। যার বর্তমান বাজার মুল্য ৫০ লক্ষ টাকা। এসকল অভিযোগ উঠেছে আরেক ছোট ভাই কওসার আলী গাজীর বিরুদ্ধে। এছাড়া তার বড় বোন রাবেয়া কে ঠিকমত দেখাশুনা, খাওয়া পরান, চিকিৎসা সেবা দেয় না বলেও অভিযোগ উঠছে। তার পায়ে লোহার লম্বা শিকল দিয়ে বেঁধে রেখে মানবাধিকার লঙ্ঘন করছে বলে ওই এলাকায় অনেকেই মন্তব্য করছেন। রাবেয়ার ছোট ভাই মোক্তার গাজী বলেন, আমরা আমার বোনকে মুক্ত করতে চাই। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর বিচার দাবী জানাই। ভুক্তভোগীর ছোট ভাই কাওসার গাজীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বোন মানসিক রোগী। তাই তাকে বেঁধে রাখা হয়েছে। বোনকে ছেড়ে দিলে সে এদিকে ওদিকে চলে যায় তাকে খুঁজে আনতে আমার খুব কষ্ট হয়। কাওসার গাজীর কাছে জমি লিখে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি একা জমি লিখিনি নাই আমার অন্যান্য ভাইয়েরাও নিয়েছে। কিন্তু আমার বোনের দায়িত্ব কেউ নিতে চায় না।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, উনার নামে সরল বাজারে দুইটা দোকান আছে। ওই দোকান দুইটার লোভে তাকে আটকে রেখে মানসিক নির্যাতন করে ভাইয়েরা।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, বিষয়টি শুনেছি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ কে নির্দেশনা দেয়া হয়েছে।