
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের মনে রাখতে হবে, সংগঠন যদি শক্তিশালী হয়, সংগঠনে যদি ঐক্য থাকে আর এই সংগঠন যদি জনগণের পাশে থেকে জনমত সৃষ্টি করতে পারে তখনই যেকোন কিছু অর্জন করা সম্ভব হয়। যা আমরা বার-বার প্রমাণ করেছি। তিনি বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন। আর আওয়ামী লীগের প্রাণ হলো এর সহযোগী সংগঠনগুলো। সহযোগী সংগঠনগুলো শক্তিশালী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা যারা বুকে ধারণ করে তাদের নিয়ে সংগঠন তৈরি করতে হবে। তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ণের কথা মানুষের মাঝে বলতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। মানুষ যাতে আবারও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে সে লক্ষে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পাশে থেকে কাজ করতে মৎসজীবী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে মহানগর মৎসজীবী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও দপ্তর সম্পাদক সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। মহানগর মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. ইব্রাহীম খলিল ইমনের পরিচালনায় উপস্থিত ছিলেন কাজী এনায়েত হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন খান, এস এম আকিল উদ্দিন, সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল, ইঞ্জিঃ শাকিল আহসান, আব্দুস সবুর, আবুল কালাম মোল্লা, লিংকন পাল, ইঞ্জিঃ শাকিল হাসান প্রিন্স, শেখ মো. আলামিন, হাসিব মো. ইসমাইল অপু, মো. আব্দুর রহিম, আলী আকবর, তন্ময় সরকার, কে এম ফারুক আলম, আবুয়াল হোসেন, মোদ্দাসের কাজী, রকিবুল হাসান শাওন, শফিউল ইসলাম বাদশা, মো. জাহিদ শিকদার, ইফফাত সানিয়া ন্যান্সি, রতন সাহা, মল্লিক মাসুম দেওয়ান, রিয়াজ মাহমুদ সজল, তানজির রহমান বাবুল, আব্দুল্লাহ আল মামুন, রুমি শিকদার, খালিদ হোসেন মনা, লিমা খাতুনসহ মৎসজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।