
চৌগাছা প্রতিনিধি : বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাব চৌগাছার আয়োজনে রোববার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, রহিদুল ইসলাম খান, ড. আব্দুস শুকুর ও কাজী আসাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামলদত্ত, বাবুল আক্তার, ফিরোজ হোসেন, রোকনুজ্জামান সুমন, আসাদুজ্জামান মুক্ত, এম এ রহিম, আজিজুর রহমান, শফিকুল ইসলাম, রায়হান হোসেন, নিসার আলী, সাংবাদিক ইব্রাহিম হোসেন, জাহিদ হাসান, ফয়সাল হোসেন প্রমুখ।

