বিজ্ঞপ্তি : রাজধানীতে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় অন্তত ১০ জন গণমাধ্যম কর্মী আহত হয়েছে। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাংচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেয়া হয়েছে মোবাইল ফোন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বিবৃতিদতারা হলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
বিবৃতিদাতারা জানান, বিএনপি’র ডাকা সমাবেশে যোগদেয়া নেতাকর্মীরা বিভিন্ন বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নি সংযোগ চালাতে গেলে সেই দৃশ্য ধারণ করেন সাংবাদিকরা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিএনপি ও জামায়াত কর্মীরা। তারা হামলে পড়েন সাংবাদিকদেও ওপর। হামলার শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাকের মাল্ট্রিমিডিয়া জার্নালিষ্ট শেখ নাসির, একুশে টেলিভিশনের গাড়িতে হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করে। এসময় আহত হন সাংবাদিক তৌহিদুর রহমান ও ক্যামেরা পার্সন আরিফুর রহমান। এসময় যমুনা টেলিভিশনের একটি গাড়ি ভাংচুর করা হয়। লাঞ্চিত হন ভোরের কাগজের ফটো সাংবাদিক মাছুদ পারভেজ আনিস, সময় টিভির সাংবাদিক মারুফ, আহত হয়েছেন কালবেলার সাংবাদিক রাফসানজানি। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীরা কোন ভাবে যেন ছাড় না পায় তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কেইউজে’র নিন্দা
Leave a comment