
জন্মভূমি ডেস্ক : বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নাম ও বিষয়বস্তুতে পরিবর্তন এনে সাইবার নিরাপত্তা আইন নামে সরকারের নতুন আইন করতে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তবে পুরো বিষয়টিকে ‘লোক দেখানো’ বলেও মনে করছেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এখন পর্যন্ত পুরো ড্রাফট দেখিনি। তবে সাইবার নিরাপত্তা আইন যদি ডিজিটাল নিরাপত্তা আইনের রূপান্তর হয়, তাহলে এটা জনকল্যাণমুখি হবে না।
তার আশঙ্কা ডিজিটাল নিরাপত্তা আইনেরই নামান্তর হবে সাইবার নিরাপত্তা আইন।
তিনি আরও বলেন, আইনের খসড়াটি জনসন্মুখে যেন প্রকাশ করা হয়। আমরা সেজন্য অপেক্ষা করব। একই সঙ্গে আমরা প্রত্যাশা করব আইনের চূড়ান্ত প্রক্রিয়ার সঙ্গে এই খাতের বিশেষজ্ঞদের যেন সম্পৃক্ত করা হয়। মোদ্দাকথা মত প্রকাশের স্বাধীনতা ও তথ্য প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করতে পারে এমন কোনো কিছু এই আইনের থাকার যৌক্তিকতা নেই। এ আইনটি হওয়া উচিত সাইবার অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত।
নতুন আইনে মানহানি মামলার জন্য কারাদণ্ডের বিধান বাদ দিয়ে শুধু জরিমানার বিধান রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, এটা সাংবাদিকদের এক ধরনের খুশি করার মতো বিষয়। সাংবাদিকদের পেশাগত কাজে আইন লঙ্ঘিত হলে, সে বিষয়ে সংশ্লিষ্ট আইন রয়েছে। সাইবার সিকিউরিটি আইনের মধ্যে সেটা আসতে হবে কেন? পুরো বিষয়টিই এই আইনে আসার কথা নয়।