
শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : রাখে আল্লাহ মারে কে। ফিশিংবোট ডুবিতে সাগরে ২৪ ঘন্টা ভাসামান থেকে দুবলারচরে উদ্ধার হয়েছে পাথরঘাটার ১৪ জেলে। উদ্ধারকৃত জেলেদের দুবলা ফিসারমেন গ্রুপের তত্বাবধানে রাখা হয়েছে।
দুবলা ফিসারমেন গ্রুপের ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন শিকদার দুবলার মাঝেরকেল্লা থেকে মোবাইল ফোনে জানান, দুবলা ফিসারমেন গ্রুপের সুকুমার বহদ্দারের জেলেরা শুক্রবার রাতে চালনা বয়ার কাছে সাগরে ভাসমান অবস্থায় ১৪ জন জেলেকে উদ্ধার করে শনিবার সকালে দুবলার মাঝেরকেল্লায় নিয়ে আসেন। উদ্ধারকৃত জেলেরা বরগুনার পাথরঘাটার আনোয়ার কোম্পানীর মালিকানাধীন ফিশিংবোট এফবি জাকিয়া-২ এর জেলে। উদ্ধার হওয়া ডুবে যাওয়া ফিশিংবোট এফবি জাকিয়া-২ এর মাঝি হাবিবুর রহমান ইত্তেফাককে মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুন্দরবনের নারিকেলবাড়ীয়ার অদুরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে তাদের ফিশিংবোট ডুবে যায়। ডুবে যাওয়া বোটের ১৪ জেলে জালের ফ্লোট, ড্রাম, গ্যাস সিলিন্ডার ও তক্তা ধরে তারা সাগরে ভাসতে থাকেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক নয় দশটার দিকে আমাদের পাশ দিয়ে একটি ট্রলার চালিয়ে যাওয়ার সময় আমাদের ভাসতে দেখে ট্রলারের লোকেরা আমাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হচ্ছে, হাবিব (৫০)রাজু (৩০),রাহাত (২৮) ,রাজ (২৫) ু,মিজানুর রহমান (২৮) ,ইউসুফ (২৫) ,জয়নাল (৩৫) ,জাফর (৪০) ,নাছির (২৭) ,সোহাগ (৩৫) ,হাসিব (২৬), রহিম (৪৫), মোসারেফ (৩০) ও জামাল (৩৮)। এদের বাড়ী পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, সাগরে উদ্ধার ভাসমান জেলেদের ফিসারমেন গ্রুপের তত্বাবধানে রেখে তাদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের বাড়ীতে ফিরিয়ে নেওয়ার জন্য জেলেদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে কামাল উদ্দিন জানিয়েছেন।

