
সিরাজুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরায় ঘুষ-দুর্নীতির সঙ্গে জড়িত দুই ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক তাদের বরখাস্ত করেছেন। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্তকৃত ভূমি কর্মকর্তারা হলেন, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত ও একই উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিহাব আলী।
জানা যায়, গত ২৭ মে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযানকালে ঘুষের টাকা ডাস্টবিনে লুকিয়ে রাখেন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত। দুদক কর্মকর্তারা এসময় সেখান থেকে ওই টাকা উদ্ধার করেন। এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়।
এছাড়াও, গুনে গুনে ঘুষের টাকা নেওয়ার অপরাধে তালার খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিহাব আলীকেও বরখাস্ত করা হয়েছে।
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম জানান, দুইজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিো তদন্তকারী কর্মকর্তাদের নিকট লিখিতভাবে আবেদন জানাতে পারবেন।