তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা যুবলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন তালা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। কমিটিতে মিজানুর রহমান মিজানকে আহবায়ক এবং স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এসএম মারুফ তানভীর হোসেন সুজনকে যুগ্ম-আহবায়কসহ ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক খাঁন সিরাজুল ইসলাম, তেঁতুলিয়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন সরদার, খলিলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি উত্তম কুমার ঘোষ, যুবলীগ নেতা সরদার কামরুল ইসলাম, আতাউর রহমান, আলমগীর হোসেন, আবু সাইদ মিঠু প্রমুখ। শুক্রবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত উক্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, মীর মহিতুল আলম, সরদার জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন অনু, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, শেখ তামিম আহমেদ সোহাগ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, রেজাউল ইসলাম রেজা, ইমরান হোসেন ও বশির আহমেদ।