
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহর জুড়ে অবৈধ ডাম্পার ট্রাক, হল্লা গাড়ি ও ট্রলিতে করে মাটি ও বালু বহনের হিড়িক পড়েছে। এতে সাতক্ষীরা পৌর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হলেও অজ্ঞাত কারণে প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে ভয়ঙ্কর মরণ ফাঁদ এসব যানবাহন। সড়কে এসব যানের উপস্থিতিতে বিঘ্ন ঘটাচ্ছে গণমানুষসহ বৈধ যানের স্বাভাবিক চলাফেরা। ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা।
অভিযোগ উঠেছে, কিছু প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির নির্দেশে বেতনা নদী থেকে মাটি ও বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন ইটভাটা ও শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করা হচ্ছে। শহরের ঝুটিতলা মোড়, কলেজ মোড়, রেজিস্ট্রি অফিস মোড়, ফুড অফিস মোড়, কাটিয়া বাজারসহ বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করে এসব যানবাহন। শহরের বিভিন্ন স্থানে পুকুর ও বিল ভরাট করার টেন্ডার নিয়ে অবৈধ যানে করে এসব মাটি বা বালু পৌঁছে দেওয়া হচ্ছে।
বেশ কয়েক জন ট্রলি চালক ও ডাম্পার ট্রাক চালকদের সাথে কথা বললে তারা জানান, অবৈধভাবে মাটি ও বালির উত্তোলন করে বিক্রি করছে কিছু প্রভাবশালী নেতা। এসব যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ও জনসাধারণের ক্ষতি হচ্ছে, বর্ষা হলে রাস্তাঘাট কাদামাটি হয়ে যাবে এবং দূর্ঘটনা ঘটবে এমন আশংখ্যা করছে সাধারন মানুষ।
সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা জানান আমি কারো অনুমতি দেয়নি। তারা গায়ের জোর খাটিয়ে এসব কাজ করছে। তিনি আরো বলেন, আমি বারবার বন্ধের জন্য বললেও তারা এসব কাজ করে যাচ্ছে।
সাতক্ষীরা পৌর এলাকায় এসব অবৈধ যানবাহন যাতে চলাচল বন্ধের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।