তালা প্রতিনিধি : সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি ১০ প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে দুইজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন। যদিও উক্ত প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র কাচি প্রতীকের শেখ মুজিবুর রহমান নিজে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এবং অপরজন এড. মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে জেলা ওয়ার্কার্স পার্টি প্রেসবিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
কোন প্রকার অপীতিকর ঘটনা ছাড়াই রোববার (৭ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে সাতক্ষীরা-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি-জামায়াতসহ সমমনা জোটের বর্জনের মুখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ প্রাপ্ত ভোট ৪৩১, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম প্রাপ্ত ভোট ৮৩৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী শেখ মোঃ আলমগীর প্রাপ্ত ভোট ২৩৫, তুণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী সুমি ইসলাম প্রাপ্ত ভোট ৪৪২, স্বতন্ত্র দোলনা প্রতীকের এসএম মুজিবুর রহমান ওরফে সরদার মুজিব ১৫৭০৮, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম ২০৮, স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী শেখ নুরুল ইসলাম ৫৯৪৮ এবং স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী শেখ মুজিবুর রহমান ৩৫৩ ভোট পেয়েছেন।
এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ১৪৪০৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ২৬৮২১ ভোট।
সাতক্ষীরা-১ আসনে জামানাত হারাচ্ছেন ৮ জন প্রার্থী
Leave a comment