সাতক্ষীরা প্রতিনিধি: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেছেন, আনসার বাহিনী বাংলাদেশের একমাত্র সু-শৃঙ্খল বাহিনী যারা সব ডিপার্টমেন্টে কাজ করে। এই বাহিনী একদিকে যেমন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে। এজন্য বাংলাদেশের ইতিহাসে আনসার বাহিনীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সমাবেশে সাতক্ষীরা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণপদ পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খাঁন, সাতক্ষীরা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
Leave a comment