
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও জেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা। সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, লায়লা পারভিন সেঁজুতি, শামীমা পারভীন রত্না, শেখ এজাজ আহমেদ স্বপন, কাজী আক্তার হোসেন, শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, আফসার উদ্দিন আহমেদ, ডাঃ সুব্রত ঘোষ, এডঃ আজহারুল ইসলাম, শিমুন শামস্, এসমত আরা, মোঃ মনজুর হোসেন, রাশেদ সরোয়ার শেলী, আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান মনি, আশিকুর রহমান আশিক, হাসানুজ্জামান নিশান, তৌহিদ হাসান প্রমুখ।