তালা প্রতিনিধি : সাতক্ষীরায় চারজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বুধবার (৩ এপ্রিল) খুলনা সাইবার ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন। তার এবং স্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। সাইবার ট্রাইব্যুনাল বিচারক কণিকা বিশ্বাস মামলায় আনা অভিযোগ তদন্ত করে সাতক্ষীরা পুলিশ সুপার,পিবিআই কর্মকর্তাকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। মামলার বাদী তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সরদার মশিয়ার রহমান। আর বিবাদীরা হলেন সাতক্ষীরার ইয়ারব হোসেনসহ ৪ জন।