সাতক্ষীরা প্রতিনিধি : খুনি হাসিনার ফাঁসিসহ তার সকল সহযোগিদের বিচার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক দলের আয়োজেন সোমবার বিকালে শহরের সংগীত মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
এতে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মামুনার রশিদসহ অন্যান্যরা।
সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, স্বৈারচার খুনি হাসিনাসহ তার দোসররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীসহ অসংখ্য সাধারন জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। একই সাথে তারা গুম, খুন ও হত্যা করেছে অনেক বিএনপি নেতা-কর্মীদের। আমরা এ সকল ঘটনার বিচার চাই। খুনি হাসিনাসহ তার দোসরদের অতিদ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান তিনি।