সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ-মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সাত দিনব্যাপী বৃক্ষমেলায় ৫লাখ টাকা মূল্যের ৩ হাজার ৬৮২টি চারা বিক্রি হয়েছে। গত রোববার বিকেল ৫টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেলার সমাপনী করা হয়। বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবদুল্লাহ আল আমিন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নরুল আমিন প্রমুখ।
এ সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন নার্সারি মালিকগণ, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ অনেকে উপস্থিত ছিলেন। মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৩টি স্টল অংশ নেন। ৩ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলে মেলার কার্যক্রম। এবারের বৃক্ষমেলায় সর্বমোট ৩ হাজার ৬৮২টি চারা বিক্রি হয়েছে। যার মোট বিক্রয়মূল্য লাখ ৫ হাজার ৩২৯ টাকা। সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদযাপন কমিটি। প্রথম পুরস্কার বিজয়ী দি সাতক্ষীরা নার্সারির মো: আব্দুল করিম, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ফাহিম নার্সারির ফারুক হোসেন এবং তৃতীয় পুরস্কার বিজয়ী আল্লাহর দান নার্সারির মো: নাঈম হোসেন।
এবছর বৃক্ষ মেলায় স্টলগুলো অর্কিড, বনসাই, বীজ, সার, ছোট কৃষি যন্ত্রপাতি দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। স্টলের সামনের জায়গায় থরে থরে সাজানো হয়েছিল নানা প্রজাতির দেশি-বিদেশি গাছ। ফলের চারা গুলোতেও ধরতে দেখা গিয়েছিল মৌসুমী ফল। মেলা ঘুরে চেনা অচেনা নানা প্রজাতির ফুল ও ফলের গাছ স্থান পেয়েছিল। এদের মধ্যে আছে-ডুরিয়ান, অলিভ, কাউ, পিচ, কিউই ফল, অ্যাভোকেডো, আলমন্ডা, ড্রাসিনা, চেরী ফল, পার্সিমন ফল, ড্রাগন, ট্যাং ফল, অ্যাপ্রিকট ফল, আদা জামির, স্ট্রোবেরি পেয়ারা, বিলাতি গাব, রাম্বুটান, জয়ফল, সাদা নাশপতি, রাবাবা, মাল বেরি, লোকাট ফল, এবিউ ফল কালোজাম, সাতকরা, সফেদা, কদবেল, আতা, কুল, বড়ই, ডালিম, করমচা, বেল, জাম্বুরা, কাঁঠাল, লাল কাঁঠাল, চাম কাঠাল, ডুমুর, কাজু বাদাম, জবা ফুল, ম্যান্ডেভিলা, ফুল, হাসনাহেনা, পলাশ, কনকচাপা, বাসন্তি, মালতী, নয়নতারা, আঁশফল, ঘৃতকুমারী, লটকনসহ নাম জানা-অজানা হাজারো ফল ও ফলের দেশি-বিদেশি গাছ।