তালা প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগি ভাগিয়ে বে-সরকারী হাসপাতালে নেয়ার তথ্য সংগ্রহ করার সময় “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” ও টিভি চ্যানেল “নিউজ টুয়েন্টিফোর” সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামের উপর ডাক্তার বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তালার কর্মরত সাংবাদিকরা। শনিবার (৮ মার্চ) রাতে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ডাঃ হাফিজুল্লার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। বিবৃতি দাতারা হলেন, “দৈনিক ইত্তেফার” পত্রিকার তালা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান, “দৈনিক আজকের পত্রিকা” তালা প্রতিনিধি ও তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, “দৈনিক কালবেলা” পত্রিকার তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, “দৈনিক আমার সংবাদ” পত্রিকার তালা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু, “দৈনিক জনবাণী” পত্রিকার তালা প্রতিনিধি অর্জুন বিশ^াস, “দৈনিক ভোরের পাতা” পত্রিকার তালা প্রতিনিধি কাজী আরিফুল হক ভুলু, দি এডিটর্স এর এস এম নাহিদ হাসান, সাংবাদিক রিয়াদ হোসেন , শেখ ইমরান হোসেন, আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, আজমল হোসেন জুয়েল, এস এম মুতাহিরুল হক শাহিন, শিরিনা সুলতানা, তাপস সরকার, তরিকুল ইসলাম, সৈয়দ মারুফ, সন্তোষ ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, কামাল হোসেন, সুমন রায় গণেষ প্রমুখ। অনতি বিলম্বে ডাঃ হাফিজুল্লাহসহ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।