
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এ কর্মসূচি পালন করেন জেলার সাংবাদিকরা।
সাংবাদিকদের অভিযোগ, ভেজাল সার ব্যবসার তথ্য সংগ্রহকালে একটি অবৈধ সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই হামলা চালায়। এতে সাংবাদিক আকরামুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।
মানববন্ধনে জানানো হয়, বুধহাটা এলাকায় ২৬টি ভেজাল সারের গোডাউন পরিচালনার সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। অভিযোগ অনুযায়ী, এই সিন্ডিকেটের মূল হোতা মাজেদ গাজী ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে একাধিক সার ডিলার লাইসেন্স পরিচালনা করছেন। সংবাদ সংগ্রহের সময় তারাই হামলায় জড়িত ছিলেন বলে বক্তারা দাবি করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য দেন। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি। দ্রুত দোষীদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— প্রথম আলো ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, স্টার নিউজের গাজী ফারহাদসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা।

