জন্মভূমি ডেস্ক : প্রকাশ্যে দিবালোকে কলারোয়ার সার ব্যবসায়ীর ৪লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবকের নামে মামলা(নং-সিআর-৬৫৯/২৩ হয়েছে। মামলার বাদী ক্ষতিগ্রস্ত সার ব্যবসায়ী অধ্যাপক মফিজুর রহমান জানান-তার কলারোয়ার সরকারী হাসপাতালের সামনে বিসিআইসি সার ডিলার ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আসামী কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের মৃত কাজী আশরাফ আলী (সোনা কাজীর) ছেলে আসাদুজ্জামান সাহাজাদা ও উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বাদল সরদারের ছেলে মোখলেছুর রহমান বিভিন্ন সময় তার প্রতিষ্ঠানে গিয়ে অনুষ্ঠানের কথা বলে প্রায় ২লাখ টাকা চাঁদা নেয়। এর মধ্যে ওই দুই আসামীর ফাদে পড়ে তার নাবালিকা মেধাবী কন্যাকে নেশাগ্রস্ত এক ছেলেকে দিয়ে অপহরণ করায়। এনিয়ে মিমাংসা করে দেবে বলে আসামীরা দলবব্ধ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ডেকে নিয়ে দফায় দফায় ২লাখ টাকা হাতিয়ে নেয়। এখন তারা ৫লাখ টাকা চাঁদার দাবীতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করছে, ম্যানেজারকে রাস্তায় ধরে মারধোর করছে। বর্তমানে এই আসামীদের বিরুদ্ধে কলারোয়া থানায় ও আদালতে ১০টি মামলা চলমান রয়েছে। গত ৭জুন-২০২৩ তারিখে বেলা ৩টার দিকে বিএডিসি গোডাউনের মাসিক সরকারী বরাদ্দের সারের টাকা সাতক্ষীরা সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকে পে-অর্ডার করতে যাওয়ার পথে মাধবকাটি ও ছয়ঘরিয়া নামক ফাকা স্থানে যাওয়ার পথে ওই দুই আসামী মটর সাইকেল গতিরোধ করে গলায় চাকু ধরে ৪লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি আরো বলেন-এনিয়ে জেলা পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ক্ষতিপুরনের জন্য ৫লাখ টাকা চাঁদা দাবী করে খুন জখমের হুমকি দিচ্ছে। তিনি এসব কথা তুলে ধরে ন্যায় বিচারের দাবী জানিয়ে সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত(১) এ একটি সিআর মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহন করে ওই দুই আসামীর প্রতি সমন জারী করেছেন। এদিকে আসামীরা মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তিনি আসামীদের অব্যাহত হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেছেন।