
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা চারটি আসনে ভোটের মাঠে ভোট প্রার্থনার জন্য দাপিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা। ভর সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রচার অভিযান চালাচ্ছে সব দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। সকলেই চেষ্টা করছে ভোটারদের কাছে ভালোবাসা দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট বাগিয়ে নেওয়ার জন্য, কিন্তু ভোটাররাও রয়েছে খুব শক্ত অবস্থানে কে কোথায় ভোট দিবেন মুখ খুলতে রাজি হচ্ছে না অধিকাংশ ভোটাররা। ভোটারদের বক্তব্য ভোটের দিন সিদ্ধান্ত নিব কোন প্রতীকে ভোট দিব।
সাতক্ষীরায় প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রার্থীদের অনেকেই তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করে এবং বেঁচে থাকা মুরুব্বিদের কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বৃহস্পতিবার সকালে কলারোয়ায় মরহুম বাবা, মা ও বড় ভাইয়ের কবর জিয়ারত শেষে নির্বাচনী প্রচার শুরু করেছেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে গিয়ে ভোটার কাছে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। পরে বিকালে তিনি ধানদিয়া ফুটবল মাঠে এক নির্বাচনে জনসভা করেন।
অন্যদিকে সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এড. ইয়ারুল ইসলাম কলারোয়ার আইচপাড়া, হঠাৎগঞ্জ, মুফতিবাড়ি মোড়, গোয়ালচাতর বাজার, লাঙ্গলজাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
এদিকে সাতক্ষীরা-২ আসনে জামায়াত দলীয় প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক গণসংবর্ধনা সভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন। পরে শহরে একটি নির্বাচনী মিছিল বের করা হয়।
এই আসনে বিএনপি দলীয় প্রার্থী মোঃ আব্দুর রউফ আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
একই ভাবে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম কালিগঞ্জের নলতায় তার মরহম পিতা-মাতার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় প্রার্থীদের সাথে তাদের নিকট আত্মীয় ও কমী সমর্থকরা উপস্থিত ছিলেন। তিনি এলাকায় গণসংযোগের পাশাপাশি বিকালে ভাড়াশিমলা ফুটবল মাঠে একটি নির্বাচনী জনসমাবেশ করেন।
এই আসনে বিএনপি দলীয় প্রার্থী কাজী আলাউদ্দিন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কৃষ্ণান মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেন।
অপর দিকে সাতক্ষীরা-৩ আসনে জামায়াত দলীয় প্রার্থী হাফেজ রবিউল বাশার বিকালে কালিগঞ্জ উপজেলা সদরে একটি গণসংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন। পরে কালিগঞ্জ উপজেলা সদরের সোহরাওয়ার্দী উদ্যান মাঠে একটি নির্বাচনী সভা করেন।
এদিকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি প্রার্থীর ড. মোঃ মনিরুজ্জামান ও জামায়াত দলীয় প্রার্থী গাজী নজরুল ইসলাম পৃথক উপজেলা সদরে পৃথক দু’টি স্থানে জনসভার মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এভাবে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রতিদ্ব›িদ্বতাকারি ২০ প্রার্থী তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

