বিজ্ঞপ্তি : শনিবার বেলা ১১টায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর মেয়াদত্তোর বীমার টাকা ফেরত পাওয়ার দাবিতে খুলনা সচেতন নাগরিক সমাজের উদ্যেগে বটিয়াঘাটা, চালনা, রুপসা ও খুলনা অঞ্চলে ভুক্তভোগী গ্রাহকদের পাওনা টাকা পাওয়ার দাবিতে খুলনা শহীদ হাদিস পার্কের পশ্চিম পাশে অবস্থিত কার্যালয় সম্মুখে সভা অনষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য নাসরিন সুলতানা ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে হইতে বক্তব্য রাখেন মোঃ কামরুল হাসান, মোঃ রায়হান, আমজাদ হোসেন, মোঃ হান্নান, মোসাঃ সাহানা সালেহা, নূর ইসলাম, আলাউদ্দিন, ফতেমা বেগমসহ আরো অনেকে। সভায় ভুক্তভোগী গ্রাহকরা বলেন বীমার মেয়াদ শেষ হওয়ার পরেও অদ্যবদি পর্যন্ত গ্রাহকদের টাকা পরিশোধ না করে গ্রাহকদের সাথে প্রতরণা করিতেছে এবং বিভিন্ন গ্রাহকদের ইতিপূর্বে যে চেক প্রদান করিয়াছে তাহা ব্যাংকে জমা দিলে একাউন্টে টাকা না থাকায় গ্রাহকরা হতাশা গ্রস্থ হচ্ছে। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে পাওনা পরিশোদ না করিয়া বিভিন্ন প্রকার অবানঞ্চিত অজুহাত প্রদান করছেন। এমতাবস্থায় প্রায় শতাধিক পরিবার পবিত্র মাহে রমজানে মানবেতর জীবনযাপন করছে। চেয়ারম্যান আডিআরএ এর নিকট সুষ্ঠ সমাধানের জন্য স্মারক লিপি প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।