তালা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সস্পাদক, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। রোববার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি বিমানে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে। এ সময় সাথে ছিলেন তাঁর সহধর্মিণী অ্যাড. শাহানারা পারভীন বকুল। বিমানবন্দরে প্রবেশের আগেই থাকে বিদায় অভ্যর্থণা জানান তালা-কলারোয়ার বিপুল সংখ্যক নেতা কর্মী। এসময় হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরাসহ তালা ও কলারোয়াবাসীর কাছে দোয়া কামনা করেন। এ সময় সাতক্ষীরা জেলাসহ তালা ও কলারোয়া উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।