
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে যশোর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত চারদিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিন বুধবার দিনভোর নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দোয়া মাহফিল, খাবার বিতরণ, টুপি জায়নামাজ বিতরণ। এছাড়া এদিন সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে প্রার্থনার আয়োজন করে। বুধবার বাদ আসর জেলা বিএনপি কাযালয়ের সামনে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এর আগে সকালে শহরের শংকরপুর মুরগী ফার্ম গেট এলাকায় নগর বিএনপির ৭ নম্বও ওয়ার্ড শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত কুরআন শিক্ষার্থীদের মাঝে টুপি, জায়নামাজ, তাসবাহী, খুশবু প্রদান করেন তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এদিন যশোর জেলা যুবদলের আয়োজনে বাদ জোহর খড়কী পীর বাড়ি এতিমাখানয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতিমদের সম্মানে মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। দিনব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, তরিকুল ইসলামের জেষ্ঠ্য পুত্র দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল খোকন প্রমুখ। এদিকে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার শান্তি কামনা করে যশোর সদরের ফতেপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়।

