জন্মভূমি ডেস্ক : হত্যা, হামলা ও মারধরের ৪টি মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে ৪টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়। এদিকে সালাম মুর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে সালাম মুর্শেদীর অনুসারী ও তার বিরোধীপক্ষের পক্ষে বাকবিতণ্ডা হয়।
গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছিল র্যাব।
সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, পাঠানো হয়েছে কারাগারে
Leave a comment