
জন্মভূমি রিপোর্ট : বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ শনিবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে নেতৃবৃন্দ মেয়র পদে পুনরায় দলীয় মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সিটি মেয়রকে ফুল দিয়ে অভিনন্দন জানান। সিটি মেয়র আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি ডা. মেহেদী নেওয়াজ, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, শেখ জামাল উদ্দিন, মুন্সী হেকমত আলী, ডা. সুতনু কুমার সুকর্ণ, ডা. মাহবুবুল ইসলাম, সরদার ফেরদাউস আহমেদ, ডা. এস কে বাইন, ডা. নৃপেন্দ্র নাথ বৈরাগী, নাজমুল হুদা, গাজী লিয়াকত হোসেন, ডা. মো: তারিম, পারভেজ আহমেদ পলাশ, এড. ফালগুনি ইয়াসমিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনার নেতৃবৃন্দ নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক’কে ফুল দিয়ে অভিনন্দন জানান। স্বাচিপ সভাপতি ডা. এস এম সামছুল আলম, ডা. মেহেদী নেওয়াজসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।