বিজ্ঞপ্তি : সুন্দরবন-নদী সংরক্ষণ ও দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদের উদ্যোগে সোমবার বেলা ১১টায় খানজাহান আলী রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সুনির্দিষ্ট কিছু নীতিমালা, দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে সম্প্রতি পদযাত্রা শুরু করেছে এই সংগঠনটি। সভায় সুন্দরবন ও সুন্দরবন সংশ্লিষ্ট নদীসমূহের দূষণরোধ ও নাব্যতা বজায় রাখা এবং পরিবেশ ও জলবায়ু বিপর্যয় রোধসহ দক্ষিণবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান আল-ওয়াহিদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৈয়ব রহমান, মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া, ইমরান আল ইসলাম, এস কে তারেক, হাফিজুর রহমান তারেক, জাফর আবু সালে, সেকেন্দার আলী, মল্লিক মোশারফ হোসেন নিটল প্রমুখ ।