সুন্দরবন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় করোনায় আক্রান্ত জনগনের সাহায্যার্থে দুই টি অক্সিজেন সিলিন্ডার ও দুইটি অক্সিমিটার প্রদান করা হয়েছে।একই সংগে চারটি শেলাই মেশিন চার জন বাঘ-বিধবা কে স্বাবলম্বি হতে সহায়তা প্রদান করা হয়েছে।বিতরণ অনুষ্ঠানে সুন্দরবন লায়ন্স ক্লাব এর প্রেসিডেন্ট ও জোন চেয়ারপারসন লায়ন দিলারা নাসরীন দিলা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রী অনিমেষ বিশ্বাস ইউ.এন.ও কয়রা উপজেলা ,সাগর হোসেন পি.আই.ও , ইঞ্জিনিয়ার মোঃ ফজলুর রহমান তালুকদার, আশিকুজ্জামান প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আই.সি.ডি।লায়ন ডিস্ট্রিক ৩১৫এ১ এর এল.সি.আই জোন কোঅর্ডিনেটর লায়ন এম.এ.আউয়াল। রিজিওনাল চেয়ারপারসন লায়ন শামীমা সুলতানা শিলু।সুন্দরবন লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন আসমা সিরাজী মিমি। জয়েন্ট সেক্রেটারি লায়ন রুপা বিশ্বাস। সদস্য, লায়ন আনোয়ারা পারভীন, লায়ন মুক্তা জামান রাখি,লায়ন পিয়া শাহীন।