সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনের কলাগাছি গহীন বনে বিজিবি‘র হাতে উদ্ধার হওয়া বিরল প্রজাতির ৪ টি মদনটাক পাখি অবমুন্ত করা হয়েছে।
আজ শনিবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি এলাকায় বনের মধ্যে পাখি গুলি অবমুক্ত করা হয়। বিজিবি‘র নীলডুমর ১৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সানবীর হাসান মজুমদারসহ বনবিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবি সদস্যরা ঠাঁকুরগা সীমান্ত এলাকা থেকে গত ৩১ জুলাই মালিক বিহীন ৪ টি বিরল প্রজাতির মদন টাক পাখি উদ্ধার করে। জীববৈচিত্র রক্ষায় বিজিবি‘র হাতে উদ্ধার হওয়া পাখি গুলি ঠাঁকুরগা থেকে সাতক্ষীরার শ্যামনগর নীলডুমুর বিজিবি ব্যাটেলিয়নে আনা হয়। পরে বনবিভাগের সহায়তায় পাখি গুলিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।