
শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকায় সোমবার সকালে অবৈধভাবে মাছ ধরায় একটি ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে ইলিশসহ মাছ ধরার জাল। বনবিভাগ সূত্রে জানা যায়, জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ি ও শরণখোলা স্মার্ট পেট্রোলিং টিম এর বনরক্ষীরা সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দুবলার আলোরকোল টহল ফাঁড়ির মরনচর এলাকা অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরায় একটি ট্রলারসহ ৩ জেলেকে আটক করেছেন। এ সময় জব্দ করা হয় ইলিশ মাছ-২৫০ পিস, সাদা মাছ-১০ কেজি,ইলিশ ধরার জাল-৩০০ মিটার সহ আনুসাঙ্গিক মালামাল। আটক জেলেরা হচ্ছে,আশরাফ আলী মোল্লা, মোঃ শহীদ, ও মোঃ ছগির। এদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামে। আটককৃত জেলেরা বনবিভাগের পাসপারমিট ছাড়াই আলোরকোল এলাকায় মাছ ধরছিল। আটক জেলে ও ট্রলারসহ আনুসাঙ্গিক মালামাল আলোরকোল টহল ফাঁড়ির অফিস হেফাজতে দেওয়া হয়েছে বলে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাস জানিয়েছেন। পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনের আলোরকোলে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।