
সিরাজুল ইসলাম, শ্যামনগর : মোঃ মনির হোসেন পিতা মৃত্যু হাসেম জমাদ্দার গ্রাম দক্ষিণ কদমতলা পোস্ট হরিনগর উপজেলা শ্যামনগর জেলা সাতক্ষীরা। আজ ১৬ই জুলাই দুপুরে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের জন্য প্রবেশের পথে কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসেন তার নৌকা ও নৌকায় রক্ষিত বিষ আটক করেছে। আটককৃত মনির হোসেন কে ধরতে পারিনি, দৌড়ে পালিয়ে গেছে বলে স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসেন জানান। এলাকাবাসী জানান মনির হোসেন জমাদ্দার দীর্ঘদিন ধরে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে বন মামলার প্রস্তুতি চলছে বলে বনবিভাগের উদ্বোধন কর্তৃপক্ষ মাধ্যমে জানা গেছে।