
তালা প্রতিনিধি : লায়লা পারভীন সেজুতিকে সাতক্ষীরা সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনীত করায় তালা উপজেলার সাধারণ মানুষের মাঝে আনন্দের উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। ইতোমধ্যে তালা, পাটকেলঘাটা, নগরঘাটা, খেশরা, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকাতে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেছে ভক্তরা।
ষাটোর্ধ বয়সের শেখ আনছার আলী বলেন, বাবার আদর্শকে ধারন করে রাজনীতিতে সরব থাকার কারণে সেঁজুতিকে সংরক্ষিত আসনে মনোনীত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কাশিপুর গ্রামের শেখ টিপু সুলতান বলেন, দীর্ঘদিন স ম আলাউদ্দীনের সাথে থেকে রাজনৈতিক আদর্শ শিখেছি। যে আদর্শ তার সন্তান লালন করেছে। জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হওয়াতে সেঁজুতিকে এমপি হিসেবে এ গুরুদায়িত্ব প্রদান করেছেন।
কৃষক নির্মল কুমার দাশ বলেন, আলাউদ্দীন সাহেবের কন্যা এমপি হওয়ায় আমরা খুশি কারণ আলাউদ্দীন সাহেব ভালো মানুষ ছিলেন। তাঁর মেয়ে ও বাবার মতো ভালো মানুষের পরিচয় দেবেন আমরা আশা করি।
ব্যবসায়ী কেশব চন্দ্র সাধু বলেন, স ম আলাউদ্দিন সাহেব রাজনীতির পাশাপাশি একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা তার অনেক স্বপ্ন ছিল। সেঁজুতি আপা এমপি হওয়ায় আমরা খুশি। বাবার স্বপ্ন পূরণে তিনি কাজ করে যাবেন-এটাই আমরা আশা করি।
তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের সাংবাদিক পরিবারের সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে এমপি মনোনীত করায় প্রেসক্লাবের সদস্যরা আনন্দিত ও গর্বিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজিবুদৌল্লা বলেন, আমাদের শিক্ষক পরিবারের সদস্য বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেঁজুতিকে এমপি মনোনীত করায় শিক্ষক সমাজ অত্যন্ত খুশি।