
জন্মভূমি রিপোর্ট : র্যাব-৬ সদর কোম্পানি খুলনা এবং র্যাব-১ ঢাকার একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে নগরীর ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পালাতক আসামি কাজী আরিফুল ইসলাম প্রীতমকে গ্রেফতার করেছে। গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্লবী থানাধীন মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া এই শিক্ষার্থী সোনাডাঙ্গা থানা এলাকায় বসবাস করতো। স্কুলে যাওয়া আসার পথে ভিকটিমের সাথে আসামি শান্ত বিশ্বাসের পরিচায় হয়। ২০১৯ সালের ২৯ জুন বিকালে আসামি মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে সিমেট্রি রোডের সাহেবের কবরখানার সামনে ডেকে নেয়। সেখান থেকে কৌশলে আসামি পশ্চিম বানিয়াখামার বিহারী কলোনীর মোড়ে অবস্থিত এক আসামির ভাড়া বাসায় নিয়ে পালাক্রমে ভিকটিমকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় আসামিদের বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়ের করেন। বিচারকার্য শেষে আদালত গণধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামি কাজী আরিফুল ইসলাম প্রীতমসহ ৬জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ খুলনা সদর কোম্পানি একটি আভিযানিক দল মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি কাজী আরিফুল ইসলাম প্রীতমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।