
ডেস্ক রিপোর্ট : স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম শুরু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু এমন দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কোথাও দেখিনি।
স্পেসএক্সের পক্ষ থেকে আপনাকে (ড. ইউনূস) ধন্যবাদ জানাই। আমরা আপনার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বাংলাদেশ সফরের জন্য ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটি বর্ষাকালের এক মনোরম সময়।
চারপাশে সবুজ আর পানি। তবে এ সময় আমাদের বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জও মোকাবেলা করতে হয়, যা নির্ভরযোগ্য সংযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে।’
তিনি আরও বলেন, ‘পার্বত্য এলাকার মতো দূরবর্তী অঞ্চলে সংযোগ ব্যবস্থা উন্নয়নের তীব্র প্রয়োজন রয়েছে। এসব অঞ্চলে ঠিকমতো স্কুল, শিক্ষক ও চিকিৎসক নেই।
আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্য নিয়েছি, যা দুর্গম এলাকার শিক্ষার্থীদের উপকারে আসবে।’
সমন্বিত স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে দুর্গম এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারে। তাদের চিকিৎসা ইতিহাস ডিজিটালি সংরক্ষণ করা হবে, ফলে ভবিষ্যতে চিকিৎসা নেওয়া সহজ হবে।’
তিনি আরো বলেন, ‘বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের চিকিৎসকের কাছে যেতে পুরুষ সঙ্গীর সাহায্য দরকার হয়। ডিজিটাল সেবা থাকলে তারা ঘরে বসেই চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন।
সভায় আরো উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।