জন্মভূমি ডেস্ক : স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরচিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষের বরাতে আজ রোববার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৪:০০) আটালায়াস এলাকায় অবস্থিত জনপ্রিয় একটি নাইটক্লাবে আগুন লাগে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের সময় সেখানে থাকাদের খোঁজ করছে জরুরি পরিষেবা দল। এ ছাড়া আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন এই চারজন শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছেন। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।