ক্রীড়া প্রতিবেদক
চলমান লকডাউন ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ৫ থেকে ৭ তারিখের মধ্যে সুবিধাজনক দিনে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিরুদ্ধে এএফসি কাপের প্লে অফ ম্যাচ আয়োজন করতে চায় ঢাকা আবাহনী।
ক্লাবটির ম্যানেজার সত্যজিত দাস রুপু এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির বিষয়টি জানিয়ে আমরা পুনরায় স্বাগতিক হওয়ার বিষয়টি জানিয়েছি। তিনি আরো বলেন, মালদ্বীপ বাছাইয়ের স্বাগতিক হতে চায় না।
ভারত আমাদের ম্যাচ আয়োজনে স্বাগতিক হতে দেয়ার সুযোগ দিলেও বাংলাদেশে ভিসা কার্যক্রম বন্ধ। সব কিছু বিবেচনা করেই আমরা এএফসিকে ৫-৭ তারিখ বাংলাদেশে ম্যাচটি খেলার প্রস্তাব জানিয়েছি।
৫ মে পর্যন্ত লকডাউন বাড়ার কথা। সেই সময় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলে মালদ্বীপ আসবে কিভাবে এই প্রশ্নের উত্তরে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, আগে এএফসিকে ম্যাচের দিন কনফার্ম করতে হবে। এরপর আমরা এসব নিয়ে কাজ করব। এএফসি মালদ্বীপকে ৮ ও ১১ মে প্লে অফের দুইটি ম্যাচের স্বাগতিক হতে অনুরোধ করেছিল। মালদ্বীপ এএফসির সেই অনুরোধ রাখেনি। মালদ্বীপ ফুটবল ফেডারেশন জানিয়েছে তারা বাছাইয়ের দুই ম্যাচ আয়োজনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমতি পাচ্ছে না।
আবাহনীর ৫-৭ মে স্বাগতিক হওয়ার প্রস্তাব এএএফসি কতটুকু আমলে নেবে সেটা দেখার বিষয়। কারণ ১৪ মে থেকে চূড়ান্ত পর্ব শুরু হবে। এর আগে দুইটি প্লে অফ ম্যাচ বাকি রয়েছে। ঢাকা আবাহনী ও ঈগলসের বিরুদ্ধে জয়ী দল ভারতের ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচের স্বাগতিক আবার ভারতের ক্লাব। ভারতে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এই পরিস্থিতির মধ্যে ভারতের ক্লাব কিভাবে ম্যাচ আয়োজন করবে ও মালদ্বীপ গিয়ে খেলবে। সব কিছু মিলিয়ে এএফসি কাপের দক্ষিণ এশিয়া জোনের খেলা বেশ সংকটে পড়েছে।