
বিজ্ঞপ্তি : হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। তিনি বলেন, আমি দায়িত্ব পেলে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে দুর্নীতি ও দূষণমুক্ত পরিকল্পিত সিটি গড়ে তুলব। হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করব। সেবা নিয়ে জনগণের নিকট ছুটে যাবো। ইমাম ও আলেমদের স¤পৃক্ত করে জনবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তুলব। শুক্রবার সকাল থেকে নগরীর সদর থানার গল্লামারী বাজার সোনাডাঙা থানার বানরগাতী বাজার ও খালিশপুর থানার চিত্রালী বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।
নগরবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, খুলনা আমার-আপনার শহর। এর সঙ্গে আমাদের ভালো-মন্দ জড়িত। এখন আমাদের সিদ্ধান্তের ওপর খুলনার ভবিষ্যৎ নির্ভর করছে। ১২ জুন আমাদেরকে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাতপাখা মার্কার মেয়র প্রার্থীর পক্ষে নগরীর বয়রা বাজারে পথসভা ও গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও নগরীর রপসা এলাকায় গণসংযোগ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর।
গণসংযোগে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন, মুফতী আমানুল্লাহ, মুফতি ইমরান হুসাইন, হাফেজ আসাদুল্লাহ গালীব, শেখ হাসান ওবায়দুল করিম, আবু গালিব, রবিউল ইসলাম তুষার, আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, মোঃ সাইফুল ইসলাম, মুহ. মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদীসহ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইমরান হোসেন মিয়া, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আকবর আলী পাঠানসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।