জন্মভূমি ডেস্ক : হামাসের সঙ্গে চলমান যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে ৩৪৭ জনে দাঁড়িয়েছে। রোববার ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ এ তথ্য দিয়েছে। আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, নিহত সেনাদের পরিবারকে ‘ইসরাইল রক্ষার’ যুদ্ধে তাদের সন্তানদের জীবন দানের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ই অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা চালায় হাজার হাজার হামাস সদস্য। এর জেরে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। এই যুদ্ধ ৭ই নভেম্বর এক মাসে পা দেবে। হামাসের হামলার জবাবে নিরীহ ফিলিস্তিনিদের টার্গেট করে অনবরত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার প্রায় অর্ধেকই শিশু।