পাইকগাছা অফিস : দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে। যে লক্ষ্যে স্বাধীনতা অর্জন হয়েছিল তা বাস্তবে অর্জিত হয়নি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি। হিন্দুরা বলে আমরা সংখ্যালঘু, মুসলিমরা বলে সংখ্যাগুরু। আমরা এই সংখ্যালঘু ও সংখ্যাগুরুর দেয়াল ভাঙতে চাই। জুলুমবাজ স্বৈরাচারী সরকার সংবিধানের মৌলিক অধিকার থেকে সকলকে বঞ্চিত করেছিল। গত ১৫ বছর এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেও পতন ঘটাতে পারেনি। আল্লাহর রহমতে ও কুদরতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আন্দোলনে এই জালেম সরকারের পতন ঘটালো।
আন্দোলনে সরকারের প্রধান জনরোষ থেকে বাঁচতে তড়িঘড়ি করে পদত্যাগ করে পালায়ন করতে বাধ্য হয়। তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ টি বছর জনগণ থেকে আমাদের বঞ্চিত করার চেষ্টা করেছিল, আপনাদের সাথে কথা বলতে পারেনি। ৫ই আগষ্ট পরবর্তী দেশে যখন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা হিন্দুদের ঘরবাড়ি মন্দির পাহারা দিয়েছে। জালেম সরকার দেশের সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য সহ সকল খাত ধ্বংস করে দিয়েছে। পুনর্গঠনে আপনাদের কলমের মাধ্যমে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে অন্তর্বতীকালীন সরকারকে সহযোগিতা করবেন। আমরা দুর্নীতিদমন, মাদক নির্মূল ও কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে সুখি সমৃদ্ধি বাংলাদেশ গড়তে চাই। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ.এম.এ রাজ্জাকের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উদ্বোধনী বক্তৃতা করেন উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান। খুলনা জেলা দক্ষিণের সাবেক শিবিরের সাবেক সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার, খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আমিনুল ইসলাম, খুলনা জেলা ইউনিট সদস্য কাজী তমজিদ আলম ও প্রভাষক আব্দুল মোমিন সানা, উপজেলা সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ আসাদুল হক, অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, অ্যাড. আব্দুল মজিদ গাজী, মাওঃ বুলবুল আহম্মেদ, মাওঃ আব্দুল খালেক, মাওঃ আব্দুল কুদ্দুস, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল আাজিজ, জি,এ, গফুর, স্নেহেন্দু বিকাশ, আব্দুস সালাম, হাফেজ তৌহিদুজ্জামান নূর, এস.কে মহিববুল্লাহ, তামীম রায়হান, আল-মামুন, সিরাজুল ইসলাম, সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দু ও মুসলমানের মধ্যে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর দেয়াল ভাঙতে চাই : মাওঃ আবুল কালাম
Leave a comment