
বিজ্ঞপ্তি :১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের দাফন বৃহস্পতিবার বাদ জোহর নগরীর ফুজিকালার মোড়ে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মিজানুর রহমান মিজান, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, শেখ আবিদ উল্লাহ, চ ম মুজিবর রহমান, শেখ জাহিদুল হোসেন, নুর ইসলাম, ইউসুফ আলী খান, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, মীর মো. লিটন, সরদার আব্দুল হালিম, হাজি মুন্সি মুত্তালিব মিয়া, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর রাজুল ইসলাম রাজু, মো. মোক্তার হোসেন, আলী আকবর মাতুব্বর, তোতা মিয়া ব্যাপারী, সোহেল পারভেজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন দীর্ঘদিন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন।