মৃত্যু বাড়ছে, তালিকায় আসছে না নাম
শেখ আব্দুল হামিদ
খুলনার গ্রাম-গঞ্জে করোনা উপসর্গ নিয়ে অনেকেই নিরবে মৃত্যুরকোলে ঢলে পড়ছেন। তাদের হিসাব কোন তালিকায় উঠছে না। জ্বর-সর্দি-কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ঘরে বসে চিকিৎসা নিতে গিয়ে তারা এ ভাবেই চলে যাচ্ছেন। একদিকে সামাজিক ভাবে বয়কটের আশংকা, অন্যদিকে হাসপাতালে ভিড়ের মধ্যে যেতে অনিহায় তারা বাড়ি বসে চিকিৎসা নেয়ার চেষ্টা করে। তাছাড়া অনেকেরই রয়েছে অর্থ সংকট। তাই গ্রামের ফার্মেসী থেকে ওষুধ কিনে খেয়ে সুস্থ্য হবার চেষ্টায় থাকে। অনেক সময় গুরুতর হয়ে পড়লে বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসকদের আর কিছুই করার থাকে না।
এমন ঘটনার শিকার হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের মধ্য বয়সী খোকন শেখ (৫১)। সোমবার বাড়ি বসে চিকিৎসা নিতে গিয়ে বেলা দুইটার দিকে তার মৃত্যু হলো। পারিবারিক সূত্র থেকে বলা হয়েছে, কয়েকদিন ধরে তিনি করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসায় ছিলেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। ব্যপক ভাবে শ্বাসকষ্ট দেখা দেয়। তখন স্বজনেরা হাসপাতালে নেয়ার চেষ্টা করলে মৃত্যু হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানা গেছে. ওই গ্রামের প্রতিবাড়িতেই করোনার উপসর্গনিয়ে অনেকেই ভুগছেন। তাছাড়াও আশপাশের গ্রামেও একই চিত্র বিরাজ করছে। খুলনার বিভিন্ন উপজেলায় এখন জ্বর-শর্দি-কাশি ঘরে-ঘরে। এদিকে গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি গাজী মেডিকেলে মোট ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এসময় মোট ৩৮৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। আর চার হাসপাতালে মৃত্যু হয়েছে মোট ১৭ জনের।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা: সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে ৫ জন মিলে মোট ১০ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন- নগরীর নিরালার আবুল হোসেন (৪৫), পাইকগাছার মহিউদ্দিন সরদার (৭৫), খালিশপুরের আসমত শেখ (৮০), খালিশপুরের জাহিদ (৩৫) ও সোনাডাঙ্গার পলি (৩২)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা মহানগরীর মুন্সিপাড়ার শামসুন্নাহার (৪৫), দৌলতপুরের রেলীগেট এলাকার মো: আলী আকবর (৬১) ও রূপসা আনন্দনগরের আজিজুর রহমান (৭৫)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকাল পারসন ডা: প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর আড়ংঘাটার আফসার আলী (৭০) মারা যান।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্তাধিকারী ডা: গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। তারা হলেন, নগরীর টুটপাড়ার সালেহা বেগম (৮৬), স্যার ইকবাল রোডের মুসতারী (৮২) এবং বাগেরহাটের কচুয়ার শেখ জাফর আহম্মেদ (৮৯)।
২৪ ঘন্টায় চার হাসপাতালে মৃত্যু ১৭ খুলনার গ্রাম-গঞ্জে করোনা উপসর্গে
Leave a comment