বিজ্ঞপ্তি : চতুর্থ দফার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে সফল করতে খুলনাবাসিসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা বিএনপি। শনিবার প্রদত্ত বিবৃতিতে টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ আজ ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলবে। গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের কয়েক হাজার নেতা-কর্মী গ্রেফতার, বাড়ি-বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে আবারো দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিবৃতিতে দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।