ক্রীড়া প্রতিবেদক
জেএফএ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে রাজবাড়ি জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলকে।
দলের পক্ষে একটি গোল করে ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিমা। অপর গোলটি আত্মঘাতি।
দিনের প্রথম খেলায় দুপুর দেড়টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় যশোর জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল বনাম গোপালগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। খেলায় যশোর দল ৫-০ গোলে গোপালগঞ্জকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
খেলায় রেফারী ছিলেন শাহীন, আঁখি, আফরোজা ও লিজা। ম্যাচ অফিসিয়াল ছিলেন মো. শাহীদুল ইসলাম লালু।
বুধবার (১৭ মার্চ) বিকেল ৩টায় খুলনা জিলা স্কুল মাঠে ফাইনালে মুখোমুখি হবে খুলনা জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল বনাম যশোর জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল।
খুলনা জেলা দল : বৃষ্টি, জবা, অন্তি, হিমাদ্রি, তানিশা, প্রতিমা, তাসলিমা, ঐশি, সোনালী, সুমাইয়া, ফাতেমা, লিমা, রোজিনা, মুক্তা ও মুন্নি। কোচ খালিদ সাইফুল্লাহ ও ম্যানেজার মো. মহসীন।