জন্মভূমি ডেস্ক : অবসরে পাঠানো পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার এক ও পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক ৫টি প্রজ্ঞাপনে এই পাঁচ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। পৃথক পাঁচ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব ড.মোহাম্মদ আবদুল মোমেন।
কর্মকর্তারা হলেন- সাবেক উপ-পুলিশ মহাপরিদর্শক মো.আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক পুলিশ সুপার মো.আলী হোসেন ফকির, সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মো. জিলুর রহমান, সাবেক পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিয়া ও সাবেক পুলিশ সুপার ড.মো.নাজমুল করিম খান।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তাদের বকেয়া বেতনাদি, পদোন্নতি ও চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন।