শামীম হোসেন, অভয়নগর : উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশা ও বরফের মত ঠাণ্ডা পানি উপেক্ষা করে ধানের জেলা যশোরে পুরোদমে ইরি-বোরো চাষে ঝুঁকে পড়েছেন কৃষক-কৃষাণীরা। ভোর হতেই শীতল বরফের মত ঠাণ্ডা পানিতে নেমে বোরো ধানের বীজ তোলা আর সেই বীজ তোলে জমিতে সারি সারি ভাবে রোপণ করছেন কৃষক-কৃষাণিরা। পাশাপাশি বোরো চাষের জন্যে প্রস্তুত করা হচ্ছে জমি। ভোর রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত বোরো জমি প্রস্তুত করতে হাল চাষ করছেন কৃষক।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঘনকুয়াশা ঢাকা ভোর। বাড়ি সংলগ্ন জমিতে ধানের চারা তুলছেন অনেক কৃষক ও পরিবারের শিশু-কিশোররা। পুরুষেরা বস্তার মধ্যে কেউবা ভার-বাকুয়ায় করে ধানের চারা নিয়ে মাঠে যাচ্ছেন। কেউ চাষ দেয়া জমির ঘাস পরিষ্কার করছেন। পরিষ্কার শেষে সারিতে লাগানো হচ্ছে ধানের চারা। হালকা হিমেল বাতাসে দুলছে সদ্য লাগানো ধানের চারা। দোল খাওয়া ধানের চারায় কৃষক দেখছেন আগামীর রঙিন স্বপ্ন। চারা বড় হবে, ফসলে ভরে উঠবে তার ধানের গোলা।
যশোরে চাষিরা ইরি ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছরের মতো এ বছরেও উৎসব মুখর ভাবে ধান রোপণ করছেন চাষিরা।
চাষিদের ছেলে-মেয়েরাও পরিবারের সঙ্গে ইরি ধান রোপণে ব্যস্ত সময় পার করছে। বাম্পার ফলনের আশাতেই পুরোদমে ইরি বোরো ধান রোপণে কোমর বেধে মাঠে নেমেছেন তারা।
জমি প্রস্তুতকরণ, বোরো ধানের চারা উত্তোলন ও রোপণের কাজে কৃষকরা ব্যস্ত সময় পার করছে এখন। পূর্বে রোপণকৃত বোরো ধানের চারা উত্তোলন করে তা চাষ দেওয়া জমিতে সারিবদ্ধ ভাবে রোপণ করছে। দুর্যোগ না হলে ও আবহাওয়া অনুকূলে থাকলে ইরি ধানের বাম্পার ফলনের আশা কৃষকদের।
অভয়নগরে ইরি ধান রোপণে ব্যাস্ত সময় পার করছেন চাষিরা
Leave a comment