নওয়াপাড়া অফিস : হুইল চেয়ার নিয়ে দরিদ্র প্রতিবন্ধী অঞ্জলি রানী’র(৪০) পাশে দাঁড়ালনে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।
হুইল চেয়ারের অভাবে অঞ্জলি রানী হাত এবং এক পায়ে ভর করে চলা ফেরা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সংক্রান্ত একটি স্টাটাস ফেসবুকে দেখেন। তিনি আশু সহায়তা বাবদ একটি হুইল চেয়ার নিয়ে শনিবার অঞ্জলি রানীর হাতে তুলে দেন।
অঞ্জলি রানী জন্ম থেকে হাত এবং এক পা’র উপর ভর দিয়ে চলাচল করনে। তার পিতা একজন দিন মজুর। অর্থভাবে তাকে চিকিৎসা করাতে পারেনি। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারনে তার বিয়ে হয়নি। জীবিকার তাগিদে তিনি সেলাই মেশিনে কাজ করেন।
যা আয় হয় তা দিয়ে কোন মতে খেয়ে পরে জীবন চলে। অর্থের অভাবে তিনি একটি হুইল চেয়ার কিনতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে ইউনও’র দয়া হয়। তাই তিনি নিজে গিয়ে অঞ্জলির বাড়িতে গিয়ে হুইল চেয়ার পৌছে দিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
অঞ্জলির পতিা বশ্বিনাথ ও মা আয়না রানী। উপজেলার চেঙ্গুটিয়া রথ খোলা এলাকায় তাদের বসবাস।
অঞ্জলি রানী জানান, বাবা -মা মারা যাওয়ার পর ভাইয়ের আশ্রয়ে থাকেন তিনি।অন্যরে উপর ভর করইে বেঁচে আছনে তিনি।
হাত মেশিনে সেলাইয়ের কাজ করে সামান্য রোজগার হয়।
তার অসহায়াত্বের খবর পেয়ে ইউএনও মহোদয় হুইল চেয়ার উপহার দিয়েছেন। এতে তিনি খুব খুশি হয়েছেন।
অভয়নগরে প্রতবিন্ধীর প্রতি ইউএনও’র মহানুভবতা
Leave a comment