অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় গড়াই বাস ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ গেল মোটরসাইকেল চালকের । মঙ্গলবার দুপুর ৩ টার সময় উপজেলার প্রেমবাগ বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম সুকদেব দাস(৪০) । নিহত সুকদেব অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের সুবোদ দাসের ছেলে। তার ভাটিয়াপাড়া বাজারে পুরাতন টায়ারের ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বাসের হেলপার নাছিম হোসেন(২৮) ও রুপদিয়া এলাকার তুরাব আলী শেখ নামের এক যাত্রী হাসপাতারে ভর্তি রয়েছে। নিহতের চাচাতো ভাই শুভ দাস ও প্রত্যক্ষদর্শী জানান, আমার ভাই সুকদেব দাস দুপুরে বাড়ি থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে যশোরে যাচ্ছিলেন কাজের উদ্দেশ্যে। এসময় প্রেমবাগ বাবলাতলা নামক স্থানে আসলে একটি দ্রুতগামী গড়াই বাস(যশোর ব ১১-০০৮৪) সামনে থেকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল (যশোর হ ১৬-৮৩৮৩) চালক সুকদেব মারা যায়। এসময় বাসটিও রাস্তার পাশের একটি গর্তে পরে যায়। এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মাহামুদুর রহমান সবুজ জানান, সুকদেব দাস নামের এক দুর্ঘটনার রোগীকে হাসপাতালে আনা হয় । এসময় তার প্রথমিক চিকিৎসা দিয়ে দেখি রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্য হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে যাত্রীবাহি গড়াই বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুকদেব দাস নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এবিষয় একটি অপমৃত্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।