নওয়াপাড়া অফিস
পর স্ত্রীর সাথে পরকিয়া প্রেম করার সময় দেখেফেলার জেরে প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে জখম করেছে স্বামী ও তার প্রেমিকা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
থানার অভিযোগ ও ভূক্তভোগির পরিবার জানান, উপজেলার বুইকারা শ্যামলের ভাটা এলাকার আব্দুল গফ্ফারের মেয়ে সাবিনা বেগম(২৬) এর সাথে ৫ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় একই উপজেলার রাজঘাট গ্রামের রুস্তম গাজীর ছেলে মনজুরুল ইসলামের সাথে। তাদের সংসারে চার বছর বয়সি একজন কন্যা সন্তান রয়েছে। সাবিনা বেগমের অভিযোগ তার স্বামী বড় ভাইয়ের স্ত্রী রুমা বেগমের(৩০) সাথে পরকিয়ায় আসক্ত।তারা গত বুধবার(৩১/৮/২২) দুপুরে বাড়ির গোয়াল ঘরে দাড়িয়ে প্রেম করছিলো। এ নিয়ে প্রতিবাদ করায় তারা উভয়ে মিলে সাবিনা বেগমকে লাঠিসোটা দিয়ে মারধর করে আহত অবস্থায় ফেলে রাখে। পরে বাড়ির লোকজন সাবিনাকে উদ্ধার করে পিতার বাড়িতে রেখে যায়। পিতার বাড়িতে এসে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এঘটায় সাবিনা বেগম বাদি হয়ে ঘটনার দিনই থানায় একটি অভিযোগ করেছেন।
থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভয়নগরে পরকিয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে জখম
Leave a comment