জন্মভূমি ডেস্ক : অর্থনৈতিক সবগুলো সূচক বাড়ছে। কাজেই এখানে অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, আমাদের উন্নয়নের যেসব সূচক আছে সেগুলো বাড়ছে। কাজেই আমাদের অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আমি একটি বিষয় তাদের (ডিসি) বলেছি। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে। ফেব্রুয়ারি মাসের রেমিট্যান্স ২১৬ মিলিয়ন ডলার। আমাদের সবগুলো সূচকই-তো বাড়ছে। বাংলাদেশ উন্নয়নের ধারায় উঠে এসেছে। কাজেই আমাদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। রেমিট্যান্সের মতো দেশের অর্থনীতির বিভিন্ন সূচক ওপরের দিকে উঠছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, বিএনপির যিনি মহাসচিব তিনি তার জায়গা থেকে বলেছেন, তিনি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না। ওরা তো এসব কথাই বলে। বিএনপির যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া, তিনি তো বলেছেন এই ব্রিজ (পদ্মা সেতু) ভেঙে পড়বে।
ডিসিদের সত্যিকার চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, সত্যিকার চিত্র তুলে ধরলে মানুষ বুঝতে পারবে কোথায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ উন্নয়নের ধারায় এসে দাঁড়িয়েছে। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছে। আজকে শেখ হাসিনার ডেল্টা প্ল্যান ২১০০ ধরে বাংলাদেশ এগুচ্ছে। বাংলাদেশের যে অব্যাহত উন্নতি, মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, সেটি তো আপনি রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন। মেট্রোরেলে চড়লেই বুঝতে পারবেন মানুষ কতোটা খুশি হয়েছে, আশ্বস্ত হয়েছে। নারীরা কিভাবে একা চলতে পারেন মেট্রোতে, তারা তো সন্তুষ্ট।